Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: 12আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্ত করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্তান্ত একটি তালিকা প্রকাশ করে। তালিকায় হামজা বিন লাদেনকে ‘বিশেষ সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করা হয়।
এর ফলে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক হামজার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আওতার মধ্যে থাকা হামজার সব সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। সেখানে থাকা এক চিঠির সূত্রে জানা গেছে, ওই সময় হামজা বাবার কাছে প্রশিক্ষণের সুযোগ চেয়েছিলেন যাতে করে তিনি ওসামাকে অনুসরণ করতে পারেন।