খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: কোপা ডেল রে’র শেষ আটের যুদ্ধে বৃহস্পতিবার রাতে প্রথম লেগের ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাব। অ্যাথলেটিক ক্লাবের হয়ে একটি গোল করেছেন আরটিজ আদুরিজ এবং অন্য একটি গোলে সহয়তা করেছেন। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি পেয়েছেন লিওনেল মেসি।
অ্যাথলেটিক ক্লাবের ঘরের মাঠ সান মামেসে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের প্রথম থেকেই ছিল উত্তেজনা। প্রথম ২০ মিনিটে বার্সেলোনা বেশ কয়েকটি আক্রমণ করলেও প্রথম গোলের দেখা পায় অ্যাথলেটিক ক্লাব। ২৫ মিনিটে রাউল গার্সিয়ার পাস থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড আরটিজ আদুরিজ। এর ঠিক তিন মিনিটের পরেই ব্যবধান দ্বিগুণ করে লস লিওনেসরা। আদুরিজের ব্যাক হিলের পাসে বাম পায়ের দুর্দান্ত এক শটে গোল করেন আরেক স্প্যানিশ ইনাকি উইলিয়ামস। প্রথমার্ধের খেলা ২-০ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে মরিয়া বার্সেলোনা গোলের দেখা পায় ৫২ মিনিটে। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেন সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। এই ফ্রি কিক থেকে গোল নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও গোল বারের লাইন ক্রস করায় রেফারি তা গোলের ঘোষণা দেন। এরপর বেশকিছু আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কাতালানরা।
ম্যাচে দুটি লাল কার্ড দেখে অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়েরা। ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান রাউল গার্সিয়া। এরপর ৮০ মিনিটে তার আরেক সতীর্থ ইতুরাসপিও লাল কার্ডে মাঠ ছাড়েন।
তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকে ২-১ গোলে পরাজিত করেই মাঠ ছাড়ে অ্যাথলেটিক ক্লাব। ১১ তারিখে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচটি।