খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: বনাপোল সিকারপুর সীমান্তের নারিকেল বাড়ীয়া পল্লীর একটি বাশবাগান থেকে মাটি খুড়ে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সীমান্তের শীর্ষ মাদক পাচারকারী ইউপি সদস্য মফিজুর রহমান, ভারতীয় নাগরিক জাকির হোসেন,ও ফেনসিডিল ব্যাবসায়ি মজিবর রহমানকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিক জাকির হোসেন পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বাগদা নওপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। মফিজুর রহমার ডিহি ইউনিয়নের ৭ওয়ার্ডের ইউপি সদস্য,তিনি টেংরা গ্রামের আবুল কাশেম এর ছেলে। কুক্ষ্যাত মাদকব্যাবসায়ি মুজিবর রহমান নারিকলে বাড়িয়া গ্রামের ছেপতাব আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ যশোর২৬বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিলের চালান আমদানি করা হয়েছে জানতে পারেন বিজিবি। শুক্রবার ভোররাতে সীমান্তের নারিকের বাড়িয়ায় অভিযান চালান তারা। মাটিখুড়ে উদ্ধার করা হয় বিপুল পরিমান ফেনসিডিল। আটক করা হয় অভিযুক্তদের। মেম্বর সীমান্তের শীর্ষ মাদক ব্যাবসায়ি বলে জানান তিনি। মাদক নিমূলে জিরো টলারেন্স দেখাতে চান তারা।
আটক ফেনসিডিল সহ আসামীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
নারিকেল বাড়িয়া থেকে ৩শ বোতল সহ দু দফায় সাড়ে ১৭শবোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।