খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে। নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে গ্যাসভিত্তিক শিল্পগুলো সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই জানায়, দেশের জ্বালানির ৭৪ শতাংশ পূরণ হয় প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। এর দাম বাড়লে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি বেশকিছু শিল্প বন্ধ হয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসের অবৈধ সংযোগসহ মূল্যবৃদ্ধির বাইরে এ খাতের অন্যান্য সমস্যা চিহ্নিত করা। সেইসঙ্গে, দর সমন্বয়ের ক্ষেত্রে অন্তত পাঁচ বছর সময় দেওয়া প্রয়োজন।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম না বাড়িয়ে নতুনভাবে গ্যাসভিত্তিক শিল্প স্থাপন নিরুৎসাহিত করা প্রয়োজন। একইসঙ্গে বিকল্পভাবে বিদ্যুৎ উৎপাদন এবং এর ওপর নির্ভরশীল শিল্প স্থাপনে মনোযোগী হতে হবে।
২০১৫ সালের সেপ্টেম্বরে বিভিন্ন শ্রেণির ভোক্তাদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়। এক বছরেরও কম সময়ের ব্যবধানে গত বছর আবারো গ্যাসের অত্যধিক মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়। এতে শিল্পখাতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয়ও অনেকাংশে বেড়ে যাবে।