খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সা. এর পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে আজ শুক্রবার ৬ জানুয়ারী থেকে চট্টগ্রামে শুরু হয়েছে দু‘দিন ব্যাপী শানে রেসালত সম্মেলন।
নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিকাল সাড়ে ৩টা থেকে এ রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার এ সম্মেলন শেষ হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
এছাড়া হেফাজতের মহসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ দেশের শীর্ষ ওলামা পীর মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।