Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52kখোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিটল নিলয় প্রিমিয়ার ডিভিশন ফুটবলে প্লে অফ ম্যাচে ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এই সাফল্য পেয়েছে। উল্লেখ্য লীগ পর্বে দু-দলই ৯ খেলায় ১৪ পয়েন্টে খেলা শেষ করায় এই প্লে অফ ম্যাচের অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এই অফিস দলের আধিপত্য পরিলক্ষিত হয়। তবে ব্রাদার্স দল ফাঁকে ফাঁকে আক্রমণে গেলেও শেষ পর্যন্ত সব ব্যর্থতায় পর্যবসিত হয়।খেলার শুরুতেই এগিয়ে যায় বন্দর ক্রীড়া সমিতি। ২মিনিটেই বা দিকে ভিক্টরের কর্নার থেকে পাভেল গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। ৩০ মিনিটে সমতা আনতে পারতো ব্রাদার্স। এ সময় বক্সের ঠিক বাইরে থেকে বিদেশী এ্যারণের ফ্রি কিক বন্দর ক্রীড়া সমিতি’র কিপার নিশ্চিত গোল রক্ষা করেন। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে ব্যবধান বাড়ায় বন্দর ক্রীড়া সমিতি। এ সময় মিডফিল্ডার হৃদয় দুরপাল্লার নিখুত এক শটে ব্রাদার্সের কিপারকে পরাস্ত করেন (২-০)। তবে ২৮ মিনিটে এই হৃদয়কেই প্রতিপক্ষের এক খেলেয়াড়কে লাথি মারার অপরাধে লাল র্কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছে। এতে বন্দর ক্রীড়া সমিতি ১০ জনের দলে পরিণত হলেও তাদেরকে দমানো যায়নি। ৩৬ মিনিটে বক্সের ঠিক উপর থেকে ফ্রি কিক থেকে মারা বিদেশী পিটারের অসাধারণ শট কিপারের হাত ছুয়ে জালে আশ্রয় খুজে নেয় (৩-০)। এ খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের হানিফ।

খেলা শেষে সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ও সিডিএফএ সহ-সভাপতি এস এম শহীদুল ইসলাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে বন্দর কর্তৃপক্ষের সচিব মো ওমর ফারুক, সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, সিডিএফএ সদস্য মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম, মকছুদুর রহমান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।