খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: নাব্য সঙ্কটের কারনে রো রো ফেরি রুহুল আমীন ডুবোচরে আটকে পড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাত ৭টার দিকে রো রো ফেরি রুহুল আমীন নৌ-চ্যানেলে কাঠালবাড়ী এলাকায় ডুবোচরে আটকে গিয়ে মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধারের সক্ষম হয়েছে।
ফেরিটি কাওড়াকান্দি ঘাটে পৌছতে সক্ষম হলেও মেরামত না করা পর্যন্ত ফেরিটি দিয়ে যানবাহন পারাপার করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে রো রো ফেরি রুহুল আমীন আটকে যাওয়ার পর থেকে ছোট বড় সকল ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। কিছু ছোট ফেরি দিয়ে এখন নৌরুট সচল রাখা হয়েছে।
অন্যদিকে ফেরি চলাচল মারাত্বক ভাবে বিঘ্নিত হওয়ায় এ নৌরুট দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন এখন বিকল্প রুট চলাচল করতে পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি। এর ফলে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুট দিয়ে এখন পারাপার হচ্ছে দক্ষিনাঞ্চলের ২১ জেলার বিভিন্ন যানবাহন। মাওয়া বিআইডব্লিউটিসির ডিজিএম (বাণিজ্য) মোঃ খালিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেরি ডুবোচরে আটকে পড়ায় কারণে বৃহস্পতিবার, সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত শিমুলিয়া ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যানসহ যাত্রীবাহী ছোট-বড় সব ধরণের যানবাহন মিলিয়ে প্রায় ৫শত যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে বিআইডব্লিউটিসি ফেরী কর্তৃপক্ষ বলছে, পদ্মা নদীতে যথোপযুক্ত পানির ড্রাফট বা গভীরতা না থাকার কারণে ইতিমধ্যেই এ রুটের মোট ৪টি রো রো ফেরীর ৩টিই প্রপেলার, বুশসহ ইঞ্জিন ত্রুটির জন্য একের পর এক নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়। বাকী ৫টিও গত দু’দিন ধরে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, গত দেড় মাস আগে রো রো ফেরী বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও জাহাঙ্গীর মেরামতের জন্য শিমুলিয়া থেকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠিয়েছে শিমুলিয়া ফেরী কর্তৃপক্ষ।