Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55kখোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: গাজীপুরের সকল কল কালখানায় সেইফটি বিষয়ে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় টঙ্গী প্রেস ক্লাবে এ সভা হয়।

সভায় শিল্পাঞ্চলে অবস্থিত কল-কারখানার কর্মপরিবেশ নিরাপদ করার লক্ষে এবং রানা প্লাজা, ট্যাম্পকোর মতো ঘটনা যাতে না ঘটে তাঁর উপর গুরত্ব দিয়ে মালিক, শ্রমিক, মানবাধিকার সংগঠন প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে এসে চলমান প্রতিষ্ঠানের সেইফটি ইস্যুতে কাজ করার আহবান জানান বিলস কর্মকর্তারা।

বিলস নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয় ডিপুটি ইনস্পেকটর জেনারেল প্রকৌশলী ফরিদ আহমেদ, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুন নাহার ভুইয়া, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম রানা, শ্রমিক নেতা তৈয়ুবর রহমান, টংগী উন্নয়ন পরিষদ সভাপতি মোস্তফা আহমেদ হিমু, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক শামসুল হক ভূইয়া, নুুরুল আমীন সিকদার, মনির হোসেন, মাহফুজা আফরিন মনি, মন্জুরুল হক, সাদ্দাম হোসেন প্রমুখ।