খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির উদ্যোগে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রায় ৭ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্ধোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি।
বৃহস্পতিবার দুপুরে শহরের নওজোয়ান মাঠে এ উপলক্ষে উদ্ধোধনী সভায় চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, চেম্বারের পরিচালক, এম,এ খালেক, মোস্তাফিজুর রহমান টুনু, দীপক কুমার সরকার, মোস্তাফিজুর রহমান রুনু চৌধূরী, ম্স্তোফা কালিমী বাবু, আবুল কালাম আজাদ, মোতাহার হোসেন পলাশ, সজিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।