Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58kখোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: নওগাঁয় শ্রী শ্রী প্রনব মঠের শতবর্ষ পূর্তি ও যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২২তম জন্মোৎসব উপলক্ষে সেবাশ্রম সংঘের উদ্যেগে বণাঢ্য র‌্যালী ও হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নওগাঁ সেবাশ্রম সংঘের সামনে থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও সেবাশ্রম সংঘের চত্বরে এসে শেষ হয়। উক্ত র‌্যালীতে নেতৃত্বদেন নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগি¦জয়ানন্দ।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সেবাশ্রম সংঘের ভক্ত প্রনব বসাক, ডাঃ স্বপন কুমার হাওলাদার, ডাঃ বিপুল চন্দ্র, মনি মজুমদার, দুলাল বর্মন সহ কয়েক হাজার নারী পুরুষ এই জন্মোৎসবের র‌্যালীতে অংশ গ্রহন করেন। পরে নওগাঁ সেবাশ্রম সংঘে হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনীর উপর আলোচনা, গুরুপুজা, শিবপুজার পর প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু ধর্ম মহাসম্মেলন চার দিন ব্যপি চলবে।