Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭:  সিরাজদিখানে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২। বৃহস্পতিবার রাত ৭ টার উপজেলার উত্তর তাজপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার আবিরপাড়া গ্রামের মো. মোস্তফা সরকারের ছেলে মো. সোহেল (২১) ঘটনা স্থলে নিহত হয়েছে। এছাড়া আহত হন দানিয়া পাড়া ইউছুফের ছেলে শামীম (১৯), কুসুমপুর গ্রামের সোমন (১৯)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, একজনকে মৃত্যু অবস্থায় নিয়ে আসে। বাকী দুইজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে অপর ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।