Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65kখোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: ব্যাপক উৎসব আনুষ্টানিকতার মধ্য দিয়ে বেনাপোল পৌর আওয়ামী স্বেচ্চাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পূন্ন হয়েছে। সম্মেলনে জুলফিক্কার আলী মন্টুকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারন সম্পাদক করে ৫১সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জুলফিক্কার আলী মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, সাধারন সম্পাদক আলহাজ্জ নুরুজামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সম্পাদক নুর আলম সিদ্দিক মিলন, চেয়ারম্যান আলিমুজামান মিলন, জেলা পরিষদের সদস্য-শার্শা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অহিদুজামান অহিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, চেয়ারম্যান সোয়ারাব হোসেন, আয়নাল হক, ইলিয়াজ কবির বকুল, হোসেন আলী, আওয়ামী লীগ নেতা আলী কদর সাগর প্রমুখ উপস্তিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কো হাইব্রিড নেতাকে নয় আগামীদিনে নতুন ও তরুন নেতৃৃত্বকে গুরুত্ব দিয়ে নির্বাচনে জয়লাভ করতে হবে। এলাকার ্উন্নয়ন সহ দেশ ও জাতির কল্যানে স্বেচ্ছা সেবক লীগের কমিদেরকে আন্তরিক হয়ে কাজ করে দলকে এগিয়ে নিতে হবে। আগামী দিনে শার্শা বেনাপোলে স্বেচ্ছা সেবক লীগের নেতা কর্মিরা জোরালো কর্মকান্ড পরিচালনা করবে। স্বেচ্ছা সেবকলীগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শুক্রবার বিকালেবেনাপোলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্টানে বেনাপোল নামাজগ্রাম থেকে আশাদুজামান আশার নের্তৃত্বে জনি, সজিব, জাহাঙ্গীর, রাজু, রিফাত, স্বপন, রিপন, নজরুল ইমারুল, সাকিব, সজল, শাওন, নাজিম, মোমিন, ইয়াসিন, রনি মুক্ত, হাসিব, শাওন, আশা, মামুনসহ, অর্ধশত জামাত বিএনপি নেতা কর্মি এমপি শেখ আফিল উদ্দিনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। নবগতাদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।