খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল বিমানবন্দরে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে পাঁচজন। আহত হয়েছে কমপক্ষে আটজন।
স্থানীয় সময় শুক্রবার বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে ওই হামলা হয়।
ঘটনার পর পরই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তিনি একজন সেনা সদস্য। পুলিশের ধারণা, ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলাকারীর বয়স ২৬ বছরের মতো। তিনি মালপত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। এর পর কিছু না বলেই হঠাৎ বিমানবন্দরের ভেতরে থাকা লোকজনের দিকে গুলি করতে শুরু করেন। সে সময় ঘটনাস্থলেই অনেকে হতাহত হন। পরে গুলি শেষ হয়ে গেলে তিনি আত্মসমর্পণ করেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী বন্দুক নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। তাঁর ব্যাগে রাখা ছিল গুলি। বিমানবন্দরের শৌচাগারে গিয়ে ব্যাগ থেকে গুলি নিয়ে লোকজনের ওপর হামলা চালান।
হামলার খবর পেয়ে পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। হামলার পর শতাধিক ব্যক্তি বিমানবন্দরের রানওয়ের আশপাশে অবস্থান করছে।