Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: 23অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছেন বাংলাদেশের সীমান্তরক্ষীরা (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা ১২১৬ নম্বর সীমানা পিলারের কাছ থেকে তাঁকে অস্ত্রসহ আটক করা হয়।

আটক চন্দ্র প্রকাশ (৩২) ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। তাঁকে ফিরিয়ে নিতে বিএসএফ পতাকা বৈঠকের অনুরোধ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণতলা সীমান্তের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে শুক্রবার দুপুরে চন্দ্র প্রকাশ অস্ত্র, ওয়ারলেসসহ বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় স্থানীয় জনতা তাঁকে ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে নারায়ণতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে বিএসএফ সদস্য বিজিবির হাতে আটকের খবর পেয়ে ১১ বিএসএফ সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছে। তারা নিজেদের সদস্যকে ফিরিয়ে নিতে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লে. কর্নেল নাসির উদ্দিন বলেন, ‘দুপুরের দিকে বিএসএফ সদস্য ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। স্থানীয়দের সহায়তায় আমরা তাঁকে অস্ত্রসহ আটক করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হবে।’