Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: 24রাজধানী ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ জঙ্গি নেতা মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে এই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক হাসপাতালের ফরেন্সিক মেডিসিনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সোহেল মাহমুদ জানিয়েছেন, মারজানের শরীরে মাথা ও বুকসহ একাধিক স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। সাদ্দামের শরীর থেকে ৩টি গুলি উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য তাদের থাই মাসল ও মৃত্যুর আগে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা তা জানার জন্য রক্ত ও ইউরিনসহ ভিসেরা সংগ্রহ করা হয়েছে। গুলিতেই তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা নূরুল ইসলাম ওরফে মারজান এবং তার সহযোগী সাদ্দাম নিহত হয়। মারজান ছিলেন গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাদের লাশ নিতে অস্বীকার করেছে তাদের পরিবার।