খোলা বাজার২৪,রবিবার ৮ জানুয়ারি ২০১৭: ৫ জানুয়ারি
র নির্বাচন উপলক্ষে আজ শনিবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

সেই সঙ্গে রয়েছে জলকামান, আর্মার্ড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের গাড়ি।সমাবেশের অনুমতি না পাওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। সেই সঙ্গে আজ সকালে কার্যালয়ের সামনে থেকে ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করছে দলটি।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে বরাবরের মতো পালন করে বিএনপি। এ বছর দিনটিতে সারা দেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কিন্তু অনুমতি মেলেনি।