Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: 11যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের যারা বিরোধিতা করে, তারা নির্বোধ ও বোকা।

স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে করা বিভিন্ন পোস্টে এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকা খারাপ কিছু নয়, বরং শুধু বোকা ও নির্বোধরাই এটাকে খারাপ মনে করে।’
আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘বিশ্বে বিভিন্ন সমস্যা রয়েছে। আমি যখন প্রেসিডেন্ট হব, তখন রাশিয়া আমাদের এখনকার থেকে বেশি সম্মান দেবে।’
নির্বাচনে জেতার পর ট্রাম্প জানান, বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করতে চান তিনি। নির্বাচনের আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন তিনি।
ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির (ডিএমসি) ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত আছে—এমন অভিযোগের বিরুদ্ধেও একটি টুইটার পোস্ট করেন ট্রাম্প।
ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘ই-মেইল হ্যাকিংয়ের পেছনে একমাত্র কারণ দুর্বল নিরাপত্তা ব্যবস্থা। এতে যে ক্ষতি হয়েছে, তার ফলে ডেমোক্র্যাটরা একেবারেই বিব্রত।’
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্র পরিচালনার দায়ভার পড়বে তাঁর ঘাড়ে।