খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: শিক্ষা ব্যবস্থা জাতীয়করনসহ বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, টাইম স্কেল প্রদানসহ ন্যায়সংগত দাবিসমুহ দ্রুত বাস্তবায়নের দাবীতে বাগেরহাটে বেসরকারী শিক্ষক কর্মচারীরা মানববন্ধন ও মিছিল করেছে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে শিক্ষক কর্মচারীরা মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সকড় প্রদক্ষিন করে বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন। প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি শেখ আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মুকুন্দ কমার দাস, সহ-সভাপতি শেখ মোদাচ্ছের আলী, যুগ্ন সম্পাদক মো. আলী আহম্মদ গাজী, অধ্যাক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান,সুপার্থ কুমার মন্ডল, হুমায়ুন কবির, আবুল হাসনাত স্বপন, এস এম সোহেল, সিদ্দিকুর রহমান, লুৎফর রহমান,সুলতান আহম্মেদ, শুকুর আলী, হরিচাদ বিশ^াস, তামজিদ হোসেন, শেখ হামিজুদ্দিন, আঃ কুদ্দুস ও উত্তম কুমার পাল প্রমুখ।