খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: সুন্দরগঞ্জের সংসদ সদস্য মো. মন্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্ব থানা জামায়াতের আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ।
রোববার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শখের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
ওসি আতিক আরো বলেন, আটক সাইফুলকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সাইফুল ইসলাম দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে। তিনি সুন্দরগঞ্জ পূর্ব থানার জামায়াতের আমির এবং চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে শুক্রবার সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার রিমান্ডের আবেদন করা হয়। রোববার রিমান্ড আবেদন শুনানি শেষে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।