খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ১০ মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
১০টি মামলার মধ্যে ৮টি রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতা মামলা, একটি যাত্রাবাড়ী থানায় ও অন্যটি রাষ্ট্রদ্রোহ মামলা।
সোমবার এ মামলাগুলোর অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অসুস্থার কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত নতুন এ দিন ধার্য করেন। বাংলাট্রিবিউন