Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ জানুয়ারি বৃহস্পতিবার সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও টেলিভিশন একযোগে এ ভাষণ প্রচার করবে। এতে গত তিন বছরে সরকারের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র ওঠে আসবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত বছর ১২ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তিতেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ২০১৪ সালের ১২ জানুয়ারি শপথ নেন। ওই মাসের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির বর্জনের মধ্যে ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।