খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ সকালে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদে নিয়ে হেঁটে নগরে ভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন আইভী।
এ সময় আইভী টানা দ্বিতীয় মেয়াদে তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘নেত্রী আমাকে বড় মুখ করে নৌকা দিয়েছিলেন, নারায়ণগঞ্জবাসী নেত্রীর মুখ রক্ষা করেছেন।’
আইভী আরও বলেন, ‘অতীতের মতো আজকে থেকেও সব দল মতের ঊর্ধ্বে উঠে এই নগর ভবন হবে নগরবাসীর।’
এর আগে আইভী তার বাড়ি থেকে নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে হেঁটে নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখান থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে হেঁটে তিনি নগর ভবনে যান।
গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে তিনি ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। দেশে এবারই প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে ভোট নেওয়া হয়।
২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনে জিতে দেশের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নেন আইভী। এর আগে নারায়ণগঞ্জেরে পৌরমেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।