দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল।
এ সময় নির্বাহী অফিসার শুকরিয়া পারভীন, সহকারী কমিশনার (ভূমি) ছানাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর রেজা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন-উর-রশিদহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।