খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: উন্নয়ন মেলা উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। আজ সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে বড় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বেলা তিনটার দিকে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সর মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোভাযাত্রায় বাংলাদেশ রেলপথ মন্ত্রাণলয়ের অতিরিক্ত সচিব মো. আকবর হোসেন, নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন উপস্থিত ছিলেন।
জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্র্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সরকার দলীয় নেতাকর্মীসহ সহ্রসাধিক মানুষ অংশ গ্রহণ করে শোভাযাত্রায়। জেলা প্রশাসনের আয়োজনে মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের ৬২টি স্টল স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা।