খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: বরগুনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের নেতৃত্বে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সার্কিট হাউজ উন্নয়ন মেলা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন অংশ নেয়। এ মেলায় বরগুনা জেলার পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১৫৪টি স্টলে উন্নয়ন কর্মকা- তুলে ধরা হচ্ছে। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
ন করা হয়।