খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: চট্টগ্রাম ব্যুরো: অনুপ বিশ্বাস বিশ্বাস ১ম বিভাগ ফুটবলে একটি মাত্র খেলা অনুষ্ঠিত হয়। বাকলিয়া একাদশ ১-০ গোলে জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে পূর্ন পয়েন্ট অর্জন করেছে । সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় প্রথমার্ধের ৩১ মিনিটে বাকলিয়ার জাহাঙ্গীর আলমের শট বক্সের ভিতর থেকে ক্রস বার উচিয়ে বাইরে চলে যায়।
প্রথমার্ধে ০-০ গোলে অমিমাংশিতভাবে শেষ হয়।দ্বিতীয়ার্ধে ১ম মিনিটে আবার ষ্ট্রাইকারের ব্যার্থতায় এগিয়ে যাওয়া হয় নি বাকলিয়ার।বাম প্রান্ত থেকে প্রহলা চিং বুবুর ক্রস থেকে ছোট বক্সে কামরুলের শটটি ক্রসবার উচিয়ে বাইরে চলে যায়।এর দু মিনিট পর পুলিশের গোল রক্ষক জাফরুল ইসলামের হাত ফসকে বল পেয়ে যান বাকলিয়ার জনি ।তার নেয়া শটটি রক্ষভাগের সুমনের গায়ে লেগে ফেরত আসলে আসাম মুন্নার শট আবু সাইদ কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করে। এর পর পাল্টা আক্রমনে যায় জেলা পুলিশ দল। লাভলু একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দুর্বল শটটি বাকলিয়ার কিপার রাসেল ধরে ফেলে।
দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে বদলী ফয়সাল ইকবালের ক্রস থেকে বক্সে দর্শনীয় হেডে প্রহলা চিং বুবু দলকে এগিয়ে দেয়। এরপরগোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ও জেলা পুলিশ ফুটবল দল ।বাকলিয়ার রক্ষনভাগের দৃঢ়তায় ১-০ গোলে পূর্ন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাকলিয়া।
এ খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের সোহেল বড়–য়া ।খেলা শেষে তাকে পুরস্কার সিজেকেএস কাউন্সিলর শওকত হোসেন।