খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে উন্নয়ন মেলা। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৩টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্য মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহধর্মিনী মিসে শাকিলা তামান্না সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানবৃন্ধ। মেলায় ৩০ টি ষ্টল তাদের স্ব স্ব ক্ষেত্রে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।