Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭:  64 সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে চলছে উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি ও ধুমধাম আয়োজন। সরকারের উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগণের মাঝে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান আহম্মেদ লালনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও -২ আসনের এমপি দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও -৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী প্রমুখ। তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় জেলার সরকারি ও বে-সরকারি সংস্থার ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।