খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: তীব্রতর ভালোবাসার প্রমাণ দিতে ভালোবাসার মানুষকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে থাকেন প্রেমিক বা প্রেমিকারা। অনেক পাগল ভক্তও নিজের রক্ত দিয়ে প্রিয় সেলেব্রেটির ছবি এঁকে থাকেন। নরেন্দ্র মোদী কোনো প্রেমিক বা সেলেব্রেটি নন; তাও নিজের রক্ত দিয়ে ক্যানভাসে তার ছবি আঁকলেন নীতিন ত্যাগী নামের এক ব্যক্তি!
টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, ভারতের মেরুতের বাগপত এলাকার বড়কা গ্রামের যুবক নীতিন নিজের রক্ত দিয়ে এঁকেছেন মোদীর ছবি।
ইনজেকশন দিয়ে নিজের শরীর থেকে রক্ত বের করে ভারতের প্রধানমন্ত্রীর ছবি এঁকেছেন নীতিন। ক্ষমতায় বসার পর থেকেই মোদীর ভক্ত নীতিন। প্রত্যেকটি সিদ্ধান্তের জন্য নীতিন একেবারে মোদীর মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন।
ছোটোবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন নীতিন। আর ছোটবেলার সেই শখকেই তিনি কাজে লাগালেন মোদীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য।
নীতিন ত্যাগীর ইচ্ছে, তার আঁকা মোদীর ছবি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। মোদীকে উপহার দেবেন এই রক্তে আঁকা ছবি।