Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: 14কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বোম্বে ও ব্যাংলোর যাওয়া ৮৫নারী শিশু ও পুরুষকে আটক করেছে বিজিবি। যশোরের আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল পুটখালি ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ কালে ২৩নারী১৬শিশু ও ৪৬ পুরুষসহ ৮৫বাংলাদেশীকে আটক করে তারা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।তারা গোপালগজ্ঞ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইলও বরিশাল,বাগেরহাট জেলার অধিবাসি। আটককৃদতের মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন বিজিবি।
২৩ বিজিবি পুটখালি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল জানান, কাজের সন্ধানে চিকিৎসা ভ্রমন সহ বিভিন্ন কাজে ভারতে যায় ৮৫পুরুষ। বেনাপোল পুটখালি ও দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আটক হয় তারা। তাদের বিরুদ্ধে১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়।
আটককৃতদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
স্থানীয়রা জানান থানা পুলিশের ওপেন সিলিপ বানিজ্যের কারনে নারী শিশু পুরুষ পাচার বাড়ছে। অরক্ষিত হয়ে পড়ছে সীমান্ত। তবে বিজিবির কড়া নজরদারীতে আটক হচ্ছে এসব পাচার হওয়া নারী শিশু
ফেরত আসা-বিজিবির হাতে আটক-পারভিন রিয়াজ ও রবিউল-বলেন,তারা সংসারের অভাব কষ্টের কারনে তিন বছর আগে ভারতে যায। পরিবারের সাথে দেখা করতে দেশে ফেরাকালে বিজিবি আটক করে তাদের।