খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: শিপলু জামান, ঝিনাইদহ: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের চাষীদের অবস্থান ধর্মঘট আখ সরবরাহ বন্ধ রয়েছে । আখ চাষী কল্যান সমিতির সভাপতি জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনিকলের কারখানায় লোকবল না থাকায় চাষীদের আখ সরবরাহ বন্ধ করে দেন মিল কর্তৃপক্ষ । এ ঘটনার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান ধর্মঘট করে আখ সরবরাহ বন্ধ করে দেন চাষীরা । মিলের বাইরে শত শত যানবাহনে আখ পড়ে থাকে ।