খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: আগামী ২১ জানুয়ারী নোয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন সফল ও স্বার্থক করতে মতবিনিময় সভা করেছে নোয়াখালী পৌর ছাত্রলীগ।
সোমবার (০৯ জানুয়ারী) রাত ৮টায় নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত মতবিনমিয় সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের আহবায়ক ফজলুল হক সুজন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহ রাশিদ নুর রুশো, সুলতান আহম্মেদ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন, যুগ্ম আহবায়ক শাকিল রহমান খান, মাহমুদ হোসেন রুমেল, জেলা ছাত্রলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদাক রহমত উল্যা ভূঁইয়া, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কায়সার হামিদ রকি প্রমুখ।
সভায় জেলা ছাত্রলীগের সম্মেলন সফল ও স্বার্থক করতে পৌর ছাত্রলীগ সহ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহববান জানানো হয়েছে।