Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৮ হাজার ৮৭৪ কোটি ১৬ লক্ষ টাকার প্রাক্কলিতব্যয় সম্বলিত ৯টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে । আাজ ঢাকায় শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয় ।একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ,মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বৈঠকে উপস্থিত ছিলেন ।
পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল একনেক সভা শেষে সভার বিস্তারিত সাংবাদিকদের জানান । তিনি বলেন, চলতি অর্থবছরের গত ছয় মাসে ১৬ টি একনেক সভায় ২ লাখ ৬৩ হাজার ৮শত ৮৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৩১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে । গত অর্থবছরের একই সময়ে ১৭টি সভায় ১লাখ ২৬হাজার একশত ৩৩কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৭টি প্রকল্প অনুমোদন লাভ করে ।পরিকল্পনা মন্ত্রী বলেন,নদীসমূহে খননের সময় অপসারিত পলি দিয়ে ব্লক ইট তৈরী করার প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন ।একই ছাদের নীচে গণযোগাযোগ ,চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও ফিল্ম সেন্সর বোর্ডের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারের গণযোগাযোগ কার্যক্রম আরো গতিশীল করতে তথ্যভবন নির্মাণ করা হচ্ছে ।তিনি বলেন , কৃষিখামার যান্ত্রিকীকরণ করার মাধ্যমে কৃষি ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে । কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণ পদক্ষেপ সরকার গ্রহণ করেছে| একনেক সভায় অনুমোদতি প্রকল্প সমূহ হচ্ছে ১,৮৯০.৮৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে“চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন” প্রকল্প।৪৫৪.৬২কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে “বাগেরহাট জেলায় ৮৩টি নদী/খাল পুনঃখনন এবং মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতা বৃদ্ধি” প্রকল্প|৩৩৯.৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে খামার যান্ত্রীকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প।১৬০.৫৬কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ এবং উপকেন্দ্র সমূহের উন্নয়ন প্রকল্প । ৫৬৫.৬৮কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে তিনটি পার্বত্য জেলায় বিদূৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প । ৯৫ কোটি ৮৫লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে তথ্য ভবন নির্মাণ প্রকল্প । ৭৩৪কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নব সংযুক্ত শ্যামপুর দনিয়া মাতুয়াইল এবং সারুলিয়া এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং ৩৯২৬.৭৬কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প ।