
আজ ১০ই জানুয়ারী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করা রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। এটি সরকারের আগ্রাসী প্রতিহিংসার আরেকটি শিকারের ঘটনা। তিনি বলেন, যে সমস্ত বীর সন্তানরা মাতৃভূমির জন্য লড়াই করেছেন তাদের নামে পৃথিবীর বিভিন্ন দেশে সড়ক, মহাসড়ক, স্থান, ভবন ইত্যাদির নামকরন করা হয়েছে। শুধু বর্তমান বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে একটি ব্যতিক্রমী দেশ, যেখানে সরকারের দিন-রাত্রি কাটে হিংসা-বিদ্বেষ, আক্রোশ আর রাজনৈতিক প্রতিপক্ষদের দমনে। জিয়ানগর নামটি বাদ দেওয়া আমাদের গৌরবোজ্জল মুক্তিযুদ্ধ ও সকল মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল। সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
আলমগীর হোসেন তার প্রতিক্রীয়ায় বলেন, ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়ানগরে জলথানা প্রতিষ্ঠিত করেন এবং ১৯৭৯ সালে উভয় সময় তিনি নিজে জিয়ানগর উপজেলায় উপস্থিত থেকে এটিকে একটি পূর্নাঙ্গ থানায় উন্নীত করেন। এবং জনগনের দাবির মুখে ২০০২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়ানগর কলেজ মাঠে এক বিশাল জনসভায় উপস্থিত থেকে এটিকে উপজেলায় উন্নীত করেন, তখন এটি জিয়ানগর নামকরন করা হয়।
বিএনপির নেতারা উপজেলার নতুন নামকরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জিয়ানগরের নাম বদলের সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানান।