Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: নীলফামারী ডোমারে উন্নয়ন মেলায় নাটক মঞ্চায়ন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত ১০জানুয়ারী মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্তরে সহকারী কমিশনার(ভুমি) মোছাঃ ফুয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দোর আলী, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রচিত নাটক“রক্তে মাখা মাটি” মঞ্চায়ন করা হয়। নাট্য নির্দেশনায় আমিনুর রহমান ও বিনয় কুমার রায়। সংগীত পরিচালনায় জীবন কুমার পোদ্দার। এতে প্রায় ৩০জন নাট্যকর্মী অংশ নেয়। তাদের মধ্যে বিশেষ চরিত্রে অভিনয় করেন, পাকিস্তানি মেজর সাংবাদিক আনিছুর রহমান মানিক, জহুর মুন্সি ভবেন, থুক্কু মুন্সি রতন, খোকন সফিয়ার রহমান, হামিদ মাস্টার জগবন্ধু, রাকিব প্রভাত কর্মকার, হায়দার খাঁ জয়নাল, মুক্তিযোদ্ধা মামুন, দেবেন, প্রদিপ, স্বাধীন, সফিক, সুমন প্রমূখ। এছাড়াও শিশু শিল্পী রতনের ভুমিকায় বিমল, নির্যাতিত নারী চরিত্র নেহারের ভুমিকায় তুলশি রাণী রায়।