Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: 54বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জানুয়ারী জেলা আইনজীবী পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী জি জি গাঙ্গুলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অজয় কুমার চক্রবর্তী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, এডভোকেট কাজী মোজাম্মেল হোসেন রোমেল, এস.এম আলমগীর কবির, এডভোকেট এস.আর.মিলন, এডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ্, এডভোকেট হযরত আলী, এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট শেফালী কর্মকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, মুন্সীগঞ্জ জেলার সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম নাসিরুজ্জামান খান।
সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দিক নিদের্শনা আমাদের স্বাধীনতার লাল সূর্য অর্জিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। লাল সবুজ পতাকা অর্জিত হয়েছে। তারা আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা আদর্শ সাধারণ মানুষের মনে সংগ্রামী চেতনা জাগিয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সমৃদ্ধ বাংলাদেশ। এসব কিছুর নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।