Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন: “জনগনের দোরগোড়ায় সেবা” এ শ্লোগানে নোয়াখালীতে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মাহে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মোশারফ, সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলা ১৩ জানুয়ারী পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন স্টল প্রর্দশিত হয়েছে।