খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: সুনামগঞ্জের দিরাইয়ে অতিরিক্ত প্রলিশ সুপার (দিরাই সার্কেল) ছুরত আলমকে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে দিরাই থানা পুলিশের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে থানা কমপ্লেক্সে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের সভাপতিত্বে ও ওসি তদন্ত এবিএম দেলোয়ার হুসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল এসপি (সুনামগঞ্জ) মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হুসেন লস্কর। বক্তব্য রাখেন এসআই শাহ আলম, কাজল চন্দ্র বনিক, সামছুল হক, মেহেদী হাসান, ইসমাঈল হোসেন প্রমুখ। পরে সংবর্ধিতকে থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।