Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: 77পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার সমাপ্ত হলো রাজশাহীর পুঠিয়ার উন্নয়ন মেলা-২০১৭। ৯ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে সারা দেশে একযোগে উন্নয়ন মেলা-২০১৭ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। উক্ত মেলার অংশ হিসাবে ৫০টি বিভিন্ন দপ্তর/ প্রতিষ্ঠান তাদের সেবা সমূহ ৩ দিন ব্যাপি প্রদর্শন করতে থাকেন। মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ, ইত্যাদি। বুধবার বিকেল ৪টায় পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলায়, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ নাজমা নাহার সভাপতিত্বে, রাজশাহী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, প্রানি সম্পদ কর্মকর্তা ড. আতিয়ার রহমান, শহীদ নাদের আমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমীন প্রমুখ এছাড়াও উপস্থীত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, কৃষি কর্মকর্তা মুনজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় অংশগ্রহণকারী স্টল এবং বিভিন্ন প্রতিযোগিতায় মোট ১৮ জন প্রতিযোগীকে পুরুস্কার প্রদান করা হয় এছাড়াও প্রতিটি স্টলকে সৌজন্য পুরুস্কার দেওয়া হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে বুধবার মেলার সমাপ্তি ঘোষনা করেন।