Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: 83বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটা থেকে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ম্যাচের প্রথমদিন ও চতুর্থদিন ওয়েলিংটনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে এমনিতেই প্রচণ্ড বাতাস হচ্ছে। সেটি আরও বাড়তে পারে।
নিউজিল্যান্ডের উইকেট সাধারণত পেস নির্ভর হয়। ওয়েলিংটনের উইকেট একেবারে সবুজ। সেক্ষেত্রে পেসারদের এখান থেকে বাড়তি সুবিধা আদায় করে ভালো করার সুযোগ রয়েছে। এই ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে থাকা চার পেসার হচ্ছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী ও শুভাশিস রায়।