Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
15979014_364328263926091_1404729384_nখোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: গত ২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৫২ তম জম্নদিনের কেক কাটা শেষে পিরোজপুর জেলা বিএনপির কার্যলয় থেকে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, এম,ডি বদ্দিউজ্জামান শেখ রুবেলকে গ্রেফতার করে পুলিশ।
১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পেলে এম.ডি বদ্দিউজ্জামান শেখ রুবেলকে পুলিশ ২০ ডিসেম্বর আবার গ্রেফতার করে।এই ছাত্রনেতার নামে এই আওয়ামীলীগ সরকার ১৯ টি মামলা করে।
এই আওয়ামীলীগ সরকারের আমলে এই ত্যাগী ছাত্রনেতাকে এ পর্যন্ত মোট ২১ বার কারাগারে পাঠিয়েছেন।গত ১ জানুয়ারি এই ছাত্রনেতা  কারা মুক্ত হয়। 
আজ রাত ১১ টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কারা মুক্ত হয়ে ছাত্রনেতা এম.ডি বদ্দিউজ্জামান শেখ রুবেল শুভেচ্ছা সাক্ষাৎ করে, এ সমায় তার সাথে পিরোজপুর জেলা ও পৌর ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলো।
এ সমায় বেগম খালেদাজিয়া বলেন, এই অগণতান্ত্রিক সরকার সারাদেশে ত্যাগী নেতা কর্মীদের মিথ্যা মামলাদিয়ে গ্রেফতার করছে,সরকার খমতায় টিকে থাকতে মরিয়া হয়ে পড়েছে, তাই নেতা কর্মীদের মিথ্যা মামলাদিয়ে গ্রেফতার করছে।
বেগম জিয়া আরো বলেন, তোমরা দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করো সরকারের পতন খুব তারাতারি হবে ইনশাআল্লাহ।