Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: 8ওয়েলিংটনে মোমিনুলের জাদুর বাকি অংশ সম্ভবত আজ আর দেখা যাচ্ছে না। বৃষ্টি বাধ সেধেছে। আজ সম্ভবত আর খেলা হচ্ছে না। বৃষ্টির কারণে কয়েকবার বন্ধ হয়ে যায় খেলা। আগাম চা বিরতি দিয়েও কাজ হচ্ছে না। ৯০ ওভারের মধ্যে এ পর্যন্ত হয়েছে ২৯ ওভার। বৃষ্টির যা অবস্থা তাতে করে ভাষ্যকাররা মনে করছেন, আজ আর খেলা হবে না।

এ পর্যন্ত বাংলাদেশ করেছে ২ উইকেটে ১১৯ রান।
চিরচেনা মোমিনুল হক তার নিজস্ব ছন্দে ফিরেছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাবলীলভাবে খেলে যাচ্ছেন। দলকে ভালো অবস্থায় নিয়ে যাচ্ছেন। মোমিনুল ৪৮ এবং মাহমুদুল্লাহ ১৩ রানে ক্রিজে রয়েছেন।
মোমিনুল ৭৬ বলে এই স্কোর করেছেন। ৮টি চার আর ১টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি।
এছাড়া দুরন্ত হাফসেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। তবে হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ খেলতে পারেননি। ৫৬ রানে বিদায় নিয়েছেন। ইমরুল কায়েস মাত্র ১ রান করে বিদায় নেন।
আজ বৃহস্পতিবার ওয়েলিংটনে টসে জিতে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডকে।
এই ম্যাচে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। দুজনই পেসার। তারা হলেন তাসকিন আহমেদ ও শুভাশিস রায়। ফলে বেসিন রিজার্ভের পেসবান্ধব উইকেটে তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ। দলের অন্য পেসার কামরুল ইসলামেরও এটা ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট! তিন পেসারকে জায়গা করে দিতে সুযোগ পাননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের মধ্যে শেষ পর্যন্ত মিরাজকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই উইকেটে পরের দিকে কার্যকর হওয়ার কথা এই অফ স্পিনারের।
তবে তিন পেসারের পরীক্ষা পরে, সবুজ পিচে বড় পরীক্ষাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের দিতে হবে আগে। ওয়েলিংটনে এর আগে খেলা দুই টেস্টের চার ইনিংসে কখনো দেড় শ’ পার করতে পারেনি বাংলাদেশ!
বাংলাদেশ দল :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম।