Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: 16বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ বৃষ্টির জন্য একাধিকবার খেলা বন্ধ হয়। টসে হেরে ওয়েলিংটন টেস্টের প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথমদিনে ৪০.২ওভারে ৩ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন মুমিনুল হক (৬৪) ও সাকিব আল হাসান (৫)। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের ৬৪ রানের ইনিংসটি ১০টি চার ও একটি ছক্কায় সাজানো।

এর আগে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলায় বিঘœ ঘটে। তৃতীয় উইকেটে মুমিনুল-মাহমুদ উল্লাহ ৮৫ রানের জুটি গড়েন।
বৃষ্টির আগে শেষ ওভারে টিম সাউদির বলে দুটি চার ও একটি ছক্কায় ১৪ রান নেন মুমিনুল। ডানহাতি পেসারের আগের ওভারে তিনি হাঁকান দুটি চার। মাহমুদউল্লাহ ৪১ বলে অপরাজিত ১৩ রান করে ক্রিজে রয়েছেন।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম দলীয় ৬০ রানের মাথায় ৫০ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটি ছিল ১১টি চারে সাজানো।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়।