Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: images (1)শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় বিশ্বদ্যিালয়ের অধীন কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্বদ্যিালয়ের ৬টি আঞ্চলিক অফিসের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা ও পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ফলে সেশনজট অনেক কমে এসেছে। শিক্ষকদের প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প গ্রহন করা হয়েছে।
মন্ত্রী আজ ঢাকায় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালী শেষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। র‌্যালীটি জাতীয় জাদুঘরের সামনে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এক সময় দুর্নীতি-অনিয়ম, অবৈধ নিয়োগ ও দুর্বিষহ সেশনজটে নিমজ্জিত ছিল। সেশনজটের কারনে ছাত্রছাত্রীদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। বর্তমানে আর কোন পরীক্ষা জট নেই। এ বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় ২ হাজার ৫০০ কলেজ এখন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
মন্ত্রী বলেন, আগামী ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রতিবছর সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, তা করা হবে। ল্যাবরেটরি, লাইব্রেরীসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন করা হবে। মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মই উন্নত বাংলাদেশ নির্মাণ করবে। নতুন প্রজন্মকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা দুনিয়ার যেকোন জায়গায় স্থান করে নিতে পারে।
অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সমাবেশে বক্তৃতা করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এসময় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জাতীয় জাদুঘরের সামনে আনন্দ র‌্যালীর উদ্বোধন করে র‌্যালীতে অংশগ্রহন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ র‌্যালীতে অংশ নেন।