Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: 57কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে উন্নয়ন মেলায় এলজিএসপি-২ প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম ব্যাপকভাবে পদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ৩ দিন ব্যাপি শুরু হওয়ায় উন্নয়ন মেলার শেষ দিনেও ছিল উপচে পরা ভিড়। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এলজিএসপি-২ প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম পদর্শন ছাড়াও জেলার সরকারি বে- সরকারি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়া প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ষ্টলের উন্নয়ন চিত্র পদর্শনী দেখে মনমুদ্ধ হয়েছে। সরকারের প্রকল্প এলজিএসপি -২ প্রকল্প থেকে জেলার ৫৩টি ইউনিয়নে ২০১১/১২ ও ২০১৫/১৬ অর্থ বছরে ৪১ কোটি, ৯ লক্ষ ৮ হাজার ৩০৭ টাকা বরাদ্দ প্রদান করা হয়। সেই সাথে ৪ হাজার ৫৮৯ টি স্কিম বাস্তবায়ন করা হয় বলে জানান জেলার ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর অফিসার। উন্নয়ন মেলায় এলজিএসপি-২ প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম ব্যাপকভাবে পদর্শনে সহযোগিতা করেন জেলার উপ-পরিচালক স্থানীয় সরকার আব্দুল ওয়াহেদ (উপসচিব) ও এলজিএসপি-২ প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর কামরুল হাসান।