খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেতৃবৃন্দ বলেছেন,প্রতিবন্ধীরা অবহেলার নয়,এদের সার্বিক প্রশিক্ষন দিয়ে গড়ে তোলা হলে এরাও সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। তাদের যথাযথ প্রশিক্ষন দিয়ে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার সকালে সুইড বাংলাদেশ পরিচালিত রংপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার উপকরন বিতরনকালে পুনাক নেতৃবৃন্দ এসব কথা বলেন। পুনাক নেতৃবৃন্দ আরও বলেন-প্রতিবন্ধী শিশুদের পাশে দাড়ানো সমাজের সকল বিবেকবান মানুষের। তারা সমাজের সকল বিবেকবান মানুষকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি মিসেস নাসরিন জেবা (পুলিশ সুপার পত্নী ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চেীধুরী মঞ্জরুল কবীরের পত্নী ও পুনাক নেত্রী চেীধুরী নূরজাহান মঞ্জুর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুর রহমান সাইফ , অতিরিক্ত পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের পত্নী মিসেস জাকিয়া সুলতানা, সুইড বাংলাদেশ রংপুরের নির্বাহী সচিব সাংবাদিক সুশান্ত ভেীমিক প্রমুখ। এসময় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা ভেীমিক সহ বিদ্যালয়ের শিক্ষকরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়।