Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: 63নড়াইল সদরের ভাদুলীডাঙ্গার হযরত মা ফাতিমা (রাঃ) মহিলা মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় ৮ ছাত্রী অসুস্থ হয়েছে। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মাদ্রাসার শিক্ষক মোঃ লিংকন আহম্মেদ জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে মাদ্রাসার ছাত্রী নিবাসে খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি খাওয়ার পর থেকেই ছাত্রীদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় দুৃপুরে অসুস্থ্য ছাত্রী ঋতু(৯),সুমাইয়া(৯), সুরাইয়া (১০), তিশা (৯), হাসি (৮) ,শোভা (৮), ফাতেমাকে (৮) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার মনজেরুল মোরশেদ মুন জানান, খাদ্যে বিষক্রিয়ার কারনে অসুস্থতার ঘটনা ঘটেছে। অসুস্থ্যদের চিকিৎসা চলছে।