খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারী বাংলাদেশের। আগের দিনের ১৫৪ রানের সাথে মাত্র ৬ রান যোগ করতেই মমিনুল হকের উইকেটটি হারিয়ে বসে বাংলাদেশ।
কিন্তু এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। বেসিন রিজার্ভের কঠিন কন্ডিশনে এরপর পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন টাইগার দলপতি মুশফিকুর রহিম এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখার সময় পঞ্চম উইকেটে দেশের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যান জুটি গড়েছেন ৩৫৯ রানের। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকের ১৬১।
এর আগে কিউইদের মাটিতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিল পাকিস্তানের। ১৯৯৩-৯৪ মৌসুমে বেসিন রিজার্ভের এই মাঠেই ২৫৮ রানের জুটি গড়েন সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হক এবং সেলিম মালিক।
শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো উইকেটে মুশফিক-সাকিব জুটিটিই এখন সর্বোচ্চ। এর আগের রেকর্ডটিও অবশ্য দুই বাংলাদেশীর ছিল। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় প্রথম উইকেটে ৩১২ রানের রেকর্ড জুটি গড়েন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।
আরও একটি রেকর্ড হয়েছে আজ। সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রানের। এর আগে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৪০৮। চা বিরতির পর সেটিও ছাড়িয়ে গেছেন মুশফিক-সাকিব।
এদিকে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির পথে অনেকটাই এগিয়ে আছেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব অপরাজিত আছেন ২০৪ রানে। অপরদিকে তাঁর সঙ্গী মুশফিক করেছেন অপরাজিত ১৫৯ রান।
বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫১৯।