Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: আওয়ামী লীগ যদি কাউকে শক্তিশালী দল মনে করে সেটা বিএনপিকেই। বাংলাভিশনের সাপ্তাহিক মেগালাইভ টকশোতে ‘গণতন্ত্র এখন’ বিষয়ক আলোচনায় এমন মন্তব্য করেন আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
নাঈমুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের সময় বিএনপি টিকে থাকবে না কেন? এরশাদের সময় বিএনপিতে কেনো নেতাকর্মী ছিলো না। তবু তো তারা দীর্ঘ নয় বছর সংগ্রাম করে ক্ষমতায় এসেছিলো। বিএনপি যে আমাদের দেশে একটা বৃহৎ রাজনীতিক দল তার পরিচয় তারা দিয়েছে পরপর ক্ষমতায় এসে। আমরা বিএনপির জন্য যে করুণা দেখাই তারা কিন্তু এতটা করুণার পাত্র না। বিএনপি অনেক শক্তিশালী রাজনৈতিক দল। আমরা তাকে পছন্দ করি আর না করি। দলের যেকোন সমস্যা থাকতে পারে কিন্তু তাদের অনেক জনপ্রিয়তা আছে।
তিনি বলেন, আওয়ামী লীগ যদি কাউকে শক্তিশালী দল মনে করে সেটা বিএনপিকেই মনে করে। সংসদে যে বিরোধী দল তাকে নিয়ে কোন কথা বলে না সরকারের কেউ। শুধু বিএনপিকে নিয়েই কথা বলে। এখানেই বোঝা যায় বিরোধী দলে না থেকেও বিএনপি কতটা গুরুত্বপূর্ণ সরকারী দলের কাছে। বিএনপি তাদের শক্তিমত্তা অলরেডি দেখিয়েছে। কোনঠাসা অবস্থা থেকে উঠে ঘুরে দাঁড়িয়ে সরকার গঠন করেছিলো। এখন বর্তমান অবস্থা বিএনপি নেতৃত্বের ভুলত্রুটির কারণে হয়েছে।