Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭:  11পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপি শিল্প ও বানিজ্য মেলা।
বৃহস্পতিবার রাতে পঞ্চগড় পর্যটন মটেল মাঠে মেলা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্্রাট।
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আশরাফুল আলম পাটোয়ারীর সভাতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমেদ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
মাসব্যাপি এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের পণ্যসামগ্রী বেচা-কেনা, সার্কাস, র‌্যাফেল ড্র, মোটর সাইকেল খেলা সহ শিশু-কিশোরদের বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়েছে।